- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৩ | ৬:৫৯ অপরাহ্ণ
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়লেন ডেভিড মিলার। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চাপের মুখে হেনরিখ ক্লাসেন করেন ৪৭ রান। দুজনের ব্যাটে কোনো রকমের দুইশ ছাড়ায় দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে দেয় ২১৩ রানের লক্ষ্য দিয়েছে।
আজ ম্যাচের প্রথম ইনিংসে হানা দেয় বৃষ্টি। তার আগেই সর্বনাশ হয় দক্ষিণ আফ্রিকার। খেলা বন্ধ হওয়ার আগে, ১৪ ওভারে ৪৪ রান করতেই হারায় ৪ উইকেট। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি প্রথম তিন ব্যাটার- কুইন্টন ডি কক (৩), তেম্বা বাভুমা (০) এবং রাশি ফন ডার ডাসেন (৬)। এইডেন মার্করাম থামেন ১০ রানে। ডি কক ও ডাসেনকে জশ হ্যাজলউড এবং বাভুমা ও মার্করামকে মিচেল স্টার্ক আউট করেন।
বৃষ্টির পর লড়াই দেখান ক্লাসেন এবং মিলার। দুজনের ৯৫ রানের জুটিতে শতরান পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১১৯ এবং ব্যক্তিগত ৪৭ রানে পথ হারান ক্লাসেন। তাকে আউট করেন ট্রাভিস হেড। ৩১তম ওভারের পরের বলেই মার্কো জ্যানসেনকে শিকার বানান তিনি। এরপর নিচের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান মিলার।
মিলার থামেন ১০১ রানে। তার ১১৬ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৫ ছক্কা। তিনি আউট হওয়ার পর ৪৯.৪ ওভারে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ও স্টার্ক ৩টি করে এবং হ্যাজলউড ও হেড ২টি করে উইকেট পান।