- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মনে করিয়ে দিলেন অষ্ট্রেলিয়ার সেরা পেসার মিচেল স্টার্ক। যে ম্যাচে ভারতকে সহজেই হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে সাংবাদ সম্মেলনে এসে স্টার্ক বলেন, ‘‘আমরা ভারতের বিরুদ্ধে প্রথম ফাইনাল খেলছি না। আগেও ফাইনাল খেলেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভুলে গেলে চলবে কী করে? ড্রেসিংরুমের সকলে এই ধরনের পরিস্থিতি আগে সামলেছে। ফাইনাল খেলা আমাদের কাছে নতুন কিছু নয়। ভালো একটা ম্যাচের জন্য অপেক্ষা করছি।’’
আমদাবাদে এক লক্ষ ৩০ হাজার দর্শকের শব্দব্রহ্মকে উপেক্ষা করে ভারতীয় ওপেনারদের তাণ্ডব সামলাতে পারবেন?
স্টার্কের উত্তর, ‘‘বিশ্বকাপ জিততে গেলে সেরাদের বিরুদ্ধে ভালো খেলতেই হবে। রোহিত ও শুভমন চলতি বিশ্বকাপে সেরা ছন্দে রয়েছে। প্রথম ম্যাচেও ওদের সামলেছি। আশা করি, এই ম্যাচেও আমরা ভালো খেলব।’’
তিনি আরো বলেন, ‘‘সবচেয়ে ভালো বিষয়, প্রথম ম্যাচে আমাদের দেখা হয়েছিল। এবার শেষ ম্যাচেও দেখা হতে চলেছে। ফাইনাল উপভোগ করব।’’
মানবকণ্ঠ/আরএইচটি