- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ নভেম্বর ২০২৩ | ৪:৫৪ অপরাহ্ণ
আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। সোমবার (২০ নভেম্বর) ওহাইওর বিভারক্রিকে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
হাসপাতালের বরাতে রয়টার্স জানায়, আহত তিনজনকে স্থানীয় একটি ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওহাইওর ডেটনের বিভারক্রিক শহরে প্রায় ৪৬ হাজার মানুষের বসবাস। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই মুহূর্তে ওই এলাকায় জনগণের জন্য আর কোনো হুমকি নেই বলেও জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে পুলিশ বলেছে, হামলার শিকার ভবনটি খালি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ওয়ালমার্টের স্টোরটি ঘিরে রেখেছে একাধিক পুলিশের গাড়ি।
প্রত্যক্ষদর্শী এক নারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি থ্যাংকসগিভিংয়ের জন্য জিনিসপত্র কিনতে যাই। এ সময় লোকটি আমার ঠিক পাশ দিয়ে বন্দুক নিয়ে ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বের হই। লোকটি অন্তত ১০ বার গুলি চালিয়েছিল। আমি বেঁচে আছি, এটি আমার সৌভাগ্য।’
এ ঘটনায় ওয়ালমার্টের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বিভারক্রিক স্টোরে যে হয়েছে, তাতে আমরা মর্মাহত। ঘটনার বিষয়ে আমরা তদন্তকারীদের সঙ্গে কাজ করছি।’
এদিকে তদন্ত শুরু হলেও হামলকারীর সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, হামলাকারী তরুণ ছিল লম্বা ও শেতাঙ্গ। তাঁর সঙ্গে একটি সামরিক ব্যাগ ছিল।