- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ
তাড়াশ উপজেলায় চলনবিল অঞ্চলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন রসুনের ঘ্রাণ। কৃষকের মুখে মুখে হাসি। এ বছর বিনা চাষে বোনা রসুনের বাম্পার ফলন হয়েছে।
উপজেলার চর হামকুড়িয়া, চর কুশাবাড়ী, নাদো সৈয়দপুর, ধামাইচ, সবুজপাড়া, বিন্নাবাড়ী, দিঘী সগুনা, কুন্দইল, ধামাইচ এলাকায় শত শত হেক্টর জমিতে এখন রসুন তোলায় কর্মব্যস্ত সময় পার করছেন চাষিরা।
পুরুষের পাশাপাশি নারীরাও রসুন তোলার কাজে সহযোগিতা করছেন।