- আজ রবিবার
- ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ ডিসেম্বর ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শাহজাহান ওমর বলেছেন, ‘এলাকার উন্নয়নের স্বার্থে’ বিএনপি ছেড়ে তিনি নৌকার মাঝি হয়েছেন।
নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত বদল করায় এ আসনের তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
দলের মনোনয়ন না পেলেও এ আসনের প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, তার মনোনয়নপত্রও টেকেনি।
অন্যদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই আসনেই বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের কাগজপত্র যাছাই-বাছাই শেষে ঝালকাঠির দুটি আসনে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব ফারাহ গুল নিঝুম।
এর মধ্যে ঝালকাঠি-১ আসনে ছয় জনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজনের বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঝালকাঠি ২ আসনে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।