- আজ রবিবার
- ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ ডিসেম্বর ২০২৩ | ৭:৪৭ অপরাহ্ণ
পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে রামপুরা থানার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ( ৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ ডিসেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
এছাড়া অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক খোকন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম কামাল উদ্দিন। পরে আসামিপক্ষের আইনজীবী এস এম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য ইজ্জত উল্লাহ ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১২ সালের নভেম্বর মাসে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করে পুলিশ। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরওয়ারের নাম ছিল না থাকলেও পরবর্তীতে সম্পূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।