- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ডিসেম্বর ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাসের সঙ্গে গাছের ধাক্কা লেগে ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩২ জন।
সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারাচুপ খিরি খানে এ ঘটনা ঘটে। বাসটি ব্যাংকক থেকে সুদূর দক্ষিণে যাচ্ছিল।
থাইল্যান্ডের রাষ্ট্রীয় মিডিয়া থাইপিবিএসের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুই ভাগ হয়ে গেছে।
বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পুলিশ।
এএফপি নিউজ এজেন্সিকে পুলিশ জানিয়েছে, চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া যাত্রীদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।