- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ
বৃষ্টি আইনে ২৮ রানে দ্বিতীয় ম্যাচ এবং সেই সাথে টি-টুয়েন্টি সিরিজের ট্রফিও জিতল নিউজিল্যান্ড।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ টার্গেট পায় ১৬ ওভারে ১৭১ রান। রান তাড়ায় ওপেনার নাঈম ইসলাম এবং ওয়ানডাউনে সৌম্য সরকার বেশ ভালই শুরু করেছিল । সৌম্য ২৭ বলে ৫১ এবং নাঈমের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৮ রানের ইনিংস। কিন্তু জয়ের হিসেব আর পুরো করতে পারেনি বাংলাদেশ। শেষের দিকে আস্কিং রানরেট অনেক বেড়ে যাওয়ায় সেই ব্যবধান আর ঘুঁচেনি।
শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ৪৫ রানের। নিউজিল্যান্ডের পরিকল্পিত বোলিং বাংলাদেশের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৪২ রানে।
নেপিয়ারে টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নেয়। নিউ জিল্যান্ডের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দলকে বড় সংগ্রহ এনে দেন। ১৭.৫ ওভারে নিউ জিল্যান্ড ১৭৩ তুললে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে নিউ জিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে পারেনি। বৃষ্টি আইনে বাংলাদেশের জয়ের টার্গেট দাড়ায় ১৬ ওভারে ১৭১ রান।
কঠিন সেই রান তাড়ায় বাংলাদেশ জয়ের সম্ভাবনা জাগালেও শেষে এসে ধসে পড়ে। থেমে যায় ১৪২ রানে।
১ এপ্রিল অকল্যান্ডে সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।
সংক্ষিপ্ত স্কোর ও ফলাফলঃ
নিউ জিল্যান্ড ১৭৩/৫ (১৭.৫ ওভারে)। বাংলাদেশ ১৪২/৭ (১৬ ওভারে)। বৃষ্টি আইনে নিউ জিল্যান্ড ২৭ রানে জয়ী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |