• আজ বুধবার
    • ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ৪৮তম কোপা আমেরিকার সূচি ঘোষণা

    ৪৮তম কোপা আমেরিকার সূচি ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২৩ | ১:৩০ অপরাহ্ণ

    মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে ৪৮তম কোপা আমেরিকার আসর। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে আজ হয়ে গেল টুর্নামেন্টের ড্র-এর আয়োজন। লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে কনকাকাফ অঞ্চলের ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর।

    যেখানে ‘এ’ গ্রুপের গ্রুপ অব ডেথে পড়েছে আর্জেন্টিনা। সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও। গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়ের মত প্রতিপক্ষের সামনে পড়তে হবে ব্রাজিলদের।

    গ্রুপিং এর নিয়ম অনুযায়ী, কোন গ্রুপেই তিনের বেশি কনমেবল এর দেশ এবং দুইয়ের বেশি কনকাকাফ অঞ্চলের প্রতিনিধি থাকবে না। সে অনুযায়ী, আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই গ্রুপেই একসঙ্গে তিনটি কনমেবলের দেশ যুক্ত হয়েছে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। আর ব্রাজিলের গ্রুপে মহাদেশীয় প্রতিপক্ষ কলম্বিয়া এবং প্যারাগুয়ে।

    একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ:

    গ্রুপ এ – আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)

    গ্রুপ বি – মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা

    গ্রুপ সি – যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।

    গ্রুপ ডি – ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)

    একনজরে গ্রুপ পর্বের ম্যাচের সূচি :-

    ২০ জুন, ২০২৪: আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী (মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম)
    ২১ জুন, ২০২৪: পেরু বনাম চিলি (এটি এন্ডটি স্টেডিয়াম))
    ২২ জুন, ২০২৪: মেক্সিকো বনাম জ্যামাইকা (এনআরজি স্টেডিয়াম)
    ২২ জুন, ২০২৪: ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা (লিভাই’স স্টেডিয়াম)
    ২৩ জুন, ২০২৪: যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া (এটিএন্ডটি স্টেডিয়াম)
    ২৩ জুন, ২০২৪: উরুগুয়ে বনাম পানামা (হার্ড রক স্টেডিয়াম)
    ২৪ জুন, ২০২৪: ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী (সোফি স্টেডিয়াম)
    ২৪ জুন, ২০২৪: কলম্বিয়া বনাম প্যারাগুয়ে (এনআরজি স্টেডিয়াম)
    ২৫ জুন, ২০২৪: চিলি বনাম আর্জেন্টনা (মেটলাইফ স্টেডিয়াম)
    ২৫ জুন, ২০২৪: পেরু বনাম প্লে-অফ বিজয়ী (চিলড্রেন’স মার্সি পার্ক)
    ২৬ জুন, ২০২৪: ইকুয়েডর বনাম জ্যামাইকা (অ্যালিজায়ান্ট স্টেডিয়াম)
    ২৬ জুন, ২০২৪: ভেনিজুয়েলা বনাম মেক্সিকো (সোফি স্টেডিয়াম)
    ২৭ জুন, ২০২৪: উরুগুয়ে বনাম বলিভিয়া (মেটলাইফ স্টেডিয়াম)
    ২৭ জুন, ২০২৪: পানামা বনাম যুক্তরাষ্ট্র (মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম)
    ২৮ জুন, ২০২৪: কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী (স্টেটফার্ম স্টেডিয়াম)
    ২৮ জুন, ২০২৪: প্যারাগুয়ে বনাম ব্রাজিল (অ্যালিজায়ান্ট স্টেডিয়াম)
    ২৯ জুন, ২০২৪: আর্জেন্টিনা বনাম পেরু (হার্ড রক স্টেডিয়াম)
    ২৯ জুন, ২০২৪: প্লে-অফ বিজয়ী বনাম চিলি (এক্সপ্লোরিয়া স্টেডিয়াম)
    ৩০ জুন, ২০২৪: জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা (কিউটু স্টেডিয়াম)
    ৩০ জুন, ২০২৪: মেক্সিকো বনাম ইকুয়েডর (স্টেট ফার্ম স্টেডিয়াম)
    ১ জুলাই, ২০২৪: বলিভিয়া বনাম পানামা (এক্সপ্লোরিয়া স্টেডিয়াম)
    ১ জুলাই, ২০২৪: যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে (অ্যারোহেড স্টেডিয়াম)
    ২ জুলাই, ২০২৪: প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে (কিউটু স্টেডিয়াম)
    ২ জুলাই, ২০২৪: ব্রাজিল বনাম কলম্বিয়া (লিভাই’স স্টেডিয়াম)

    কোয়ার্টার ফাইনালের সূচি:-

    ৪ জুলাই, ২০২৪: গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ (এনআরজি স্টেডিয়াম)
    ৫ জুলাই, ২০২৪: গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ (এটিএন্ডটি স্টেডিয়াম)
    ৬ জুলাই ২০২৪: গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ (অ্যালিজায়ান্ট স্টেডিয়াম)
    ৬ জুলাই ২০২৪: গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ (স্টেটফার্ম স্টেডিয়াম)

    সেমিফাইনাল:-

    ৯ জুলাই, ২০২৪: কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী (মেটলাইফ স্টেডিয়াম)
    ১০ জুলাই, ২০২৪: কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী (ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম)

    তৃতীয় স্থান নির্ধারণ:-

    ১৩ জুলাই, ২০২৪: সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল (ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম)

    ফাইনাল:-

    ১৪ জুলাই, ২০২৪: সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী (হার্ড রক স্টেডিয়াম)

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০