- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২১ | ৯:০৫ অপরাহ্ণ
মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আয়োজিত এক আলোচনা সভায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন ।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জন দীর্ঘ আন্দোলনের ফসল। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে আমরা মাত্র ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মিলে বাকি ৩০ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারা দেশকে এগিয়ে নিতে পারেনি। দেশের যা কিছু উন্নয়ন ও অর্জন হয়েছে তা আমাদের ২০ বছরে হয়েছে।’
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |