• আজ বৃহস্পতিবার
    • ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    নিজের মেয়েকে চার লাখে বিক্রি করেছেন মা

    নিজের মেয়েকে চার লাখে বিক্রি করেছেন মা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ

    ভারতে প্রায়ই ঘটে বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা। এবার ভারতের উত্তরপ্রদেশে নিজের ১৮ বছর বয়সী তরুণী মেয়েকে মাত্র চার লাখ রুপির বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মা হরিয়ানার এক ব্যক্তির কাছে নিজের মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে দেন। যার কাছে ওই তরুণীকে বিক্রি করা হয়েছিল, তিনি তরুণীর ওপর নির্যাতন চালাতেন। তাকে বিভিন্ন রকম অবৈধ কাজ করানো হত। যদিও অভিযুক্ত মা সব অভিযোগ অস্বীকার করেছেন।

    উত্তরপ্রদেশের গোরক্ষপুরের পুলিশ সুপার মনোজ অবস্থি বলেন, বুধবার এক তরুণী পুলিশের কাছে এসে দাবি করেন— মা তাকে চার লাখে বিক্রি করে দিয়েছে। তাকে যেন রক্ষা করা হয়। তরুণী চিলুয়াতাল থানার অন্তর্গত মহেশরা এলাকার বাসিন্দা।

    পুলিশ জানিয়েছে, তরুণী অভিযোগ করেছেন গত ২৩ নভেম্বর বিয়ের নামে হরিয়ানার ওই ব্যক্তির কাছে তাকে বিক্রি করে দেন তার মা। ওই ব্যক্তির কাছ থেকে মা চার লাখ রুপি নিয়েছিলেন বলেও তরুণীর অভিযোগ।

    চিলুয়াতাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মিশ্র বলেন, ওই নারীর দুজন বোন আছে। তারাও হরিয়ানার বাসিন্দা। তরুণীর মা এবং পরিবারের অন্য সদস্যরা অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১