- আজ রবিবার
- ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ
বাবুলের বিরুদ্ধে অভিযোগ হল নির্মাণসামগ্রী রড সিমেন্টের ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে বাবুল সেটি ফেরত দেননি। এই অভিযোগে বাবুলের প্রার্থিতা বাতিলের রায় ঘোষণা করে ইসি।
খেলাপি ঋণের কারণে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে ইসি ভবনে আপিল শুনানির চতুর্থদিনে এই ঘোষণা দেওয়া হয়।
এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার আইনজীবী হারুনুর রশিদ খান। তিনি বলেন, “আমরা এখানে ন্যয়বিচার পাইনি। হাইকোর্টে যাব আমরা। সেখানে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করছি।”
যাচাই-বাছাইয়ে বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন যশোর-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা। পরে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। সেই আপিলের পর শুনানি শেষে বাবুলের বিপক্ষে রায় দিল ইসি।
নির্বাচন কমিশনে সকাল ১০টায় শুরু হওয়া আপিল চলবে বিকাল চারটা পর্যন্ত। এদিন ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যে আপিল শুনানি চলছে তাতে গত তিন দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন ।
ইসিতে এ আপিল চলবে শুক্রবার পর্যন্ত। শুনানি শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে ইসি। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি।