- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩ | ৬:২৪ অপরাহ্ণ
ভেনেজুয়েলার একটি মহাসড়কে একসঙ্গে ১৭টি গাড়িকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দমকল বাহিনী প্রধান জুয়ান গঞ্জালেজ।
এদিন গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাড়কে এই দুর্ঘটনা ঘটে। সড়কটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।
দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা সম্পর্কে জানতে চাইলে গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন।
এর আগে দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই দুর্ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। তবে সংখ্যাটি ‘উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে একাধিক গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
তবে পেরেজ আম্পুয়েদা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।