• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ৭ জানুয়ারির নির্বাচনের ফল কাগজে-কলমে লেখা হয়ে গেছে: মঈন খান

    ৭ জানুয়ারির নির্বাচনের ফল কাগজে-কলমে লেখা হয়ে গেছে: মঈন খান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৩ | ১:৩৬ অপরাহ্ণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল কী হবে তা আগেই কাগজে-কলমে লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের ফল কাগজে-কলমে লেখা হয়ে গেছে। ৭ তারিখে শুধু সেই ফলাফল ঘোষণা করবে সরকার। কাজেই এটা কোনো নির্বাচন নয়।

    শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগ সরকার নিজেদের আদর্শ বিসর্জন দিয়েছে বলে মন্তব্য করে মঈন খান বলেন, এর জন্য দলটিকে জবাবদিহি করতে হবে।

    তিনি বলেন, সরকারের নৈতিক পরাজয় হয়েছে। দরকষাকষির মাধ্যমে সিট ভাগাভাগি করছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগ কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করে বিএনপি নেতা বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

    তিনি বলেন, লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।

    এ সময়য় জনগণকে এ নির্বাচনি খেলা প্রত্যাখানের আহ্বান জানান বিএনপির নেতারা। গণতন্ত্র ফেরাতে বিএনপি লড়াই করে যাবে বলেও জানান তারা।

    এ সময় তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১