- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৩ | ৩:৪৩ অপরাহ্ণ
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান। শনিবার (১৬ ডিসেম্বর) ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।
আইআরএনএ বলেছে, ওই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর— বিশেষ করে মোসাদের সাথে যোগাযোগ, গোপন তথ্য সংগ্রহ এবং সহযোগীদের সাথে তা শেয়ার করেছেন। মোসাদ ছাড়াও অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সংগৃহীত গোপন নথি সরবরাহ করেছিলেন তিনি।
ইরানের গণমাধ্যমের খবরে মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির নাম কিংবা পরিচয় প্রকাশ করা হয়নি।
আইআরএনএ বলেছে, অভিযুক্ত ব্যক্তি ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের প্রচারণায় সহায়তা করার লক্ষ্যে মোসাদের একজন কর্মকর্তার কাছে গোপনীয় তথ্য হস্তান্তর করেছিলেন। তবে কোথায়, কখন এই তথ্য হস্তান্তর করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এছাড়া ওই ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। তবে আইআরএনএ বলেছে, তার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের একটি আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল।
সিস্তান-বালুচেস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় বালুচ জঙ্গিরা প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ নিরাপত্তা কর্মীকে হত্যার একদিন পর এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। ও বেশ কয়েকজন আহত হয়েছিল।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, পুলিশ স্টেশনে হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের জানাজা শনিবার রাস্ক শহরে অনুষ্ঠিত হয়েছে। এই শহরের পুলিশ স্টেশনে হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ স্টেশনে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংর্ঘর্ষে স্থানীয় জঙ্গিগোষ্ঠী জয়েশ আল-আধির দুই সদস্যও নিহত হয়েছেন।