- আজ রবিবার
- ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় বিএনপি উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে এমন একটি সংস্কৃতির জন্ম দিয়েছিল বিএনপি-জামায়াত, তাদের লোক হত্যা করলে কোন বিচার হবে না। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবার বাদৈর ঈদগাহ মাঠে এক সভায় এই মন্তব্য করেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আরো বলেন, আমরা ভয় পেতাম আমি-আপনাকে হত্যা করা হলে আমাদের ছেলে-মেয়েরা বিচার পাবে না। বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি-জামায়াত তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া ও পৌর মেয়ার গোলাম হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী উপজেলার তিনলাখ পীর এলাকায় পথসভা করেন।