- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ডোবা থেকে এক অজ্ঞাতনামা মহিলার (৫৫) লাশ পাওয়া গেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে এই লাশ পাওয়া যায়।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার হিজলতলীর এলাকায় একটি অগভীর জলাশয় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে এলাকাবাসী কালিয়াকৈর থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহিলাটির পরনে ছিলো হালকা গোলাপি ডোরাকাটা সেলোয়ার কামিজ।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।