- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
ঘাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ
বলিউড তারকা আমির খানের পরিবারে বিয়ের সানাই বাজছে। বুধবার (৩ জানুয়ারি) আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খান তার প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। মঙ্গলবার তাদের হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুম্বাইতে। যার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল সামাজিকমাধ্যমে।
মেয়ের বিয়ে উপলক্ষ্যে ইতোমধ্যেই আলোয় সেজে উঠেছে আমির খান ও রিনা দত্তের বাড়ি। দোতালা পুরো বাড়িকে গোলাপি ও সাদা আলোয় আলোকিত করেছেন তারা। ওদিকে নূপুরও ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে ফেলেছেন পুরো বাড়িকে।
জানা গেছে, বলিউডের এই রাজকীয় বিয়ের আসর মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বসবে। এরপর বিটাউনের এই নবদম্পতির দুটি জমকালো রিসেপশনের আয়োজন রয়েছে। যার একটি ৬ ও অপরটি ১০ জানুয়ারিতে হবে।
ইরা আর নূপুরের বিয়ের রিসেপশন পার্টির একটি মুম্বাইতে এবং অপরটি জয়পুরে হবে। মুম্বাইয়ের রিসেপশনে বলিউড তারকাদের মেলা বসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।