• আজ বুধবার
    • ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি

    মিনু–দুলুসহ বিএনপির ৪ নেতার নামে গ্রেপ্তারি পরোয়ানা

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ এপ্রিল ২০২১ | ১০:৩৩ পূর্বাহ্ণ

    রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির নেতা মিজানুর রহমান মিনু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার নেতার বিরুদ্ধে বুধবার (৩১মার্চ) দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।

    মামলার আবেদনে বলা হয়, ২ মার্চ বিএনপি রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল হকের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির এই চার নেতা রাষ্ট্রদ্রোহমূলক কথা বলেন। তাঁরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের হুমকি দেন। মিজানুর রহমান মিনুকে জাতির সামনে ক্ষমা চাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল আওয়ামী লীগ। ৭২ ঘণ্টা পর তিনি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে বলেন, ‘আমার বক্তব্যের জন্য যাঁরা ব্যথিত হয়েছেন, মর্মাহত হয়েছেন, আমি তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি।’ কিন্তু ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগ মামলা করার সিদ্ধান্ত নেয়।

    মামলা হলে বিচারক সাইফুল ইসলাম ৩১ মার্চের মধ্যে মামলার তথ্য–উপাত্ত সংগ্রহ করে আদালতে প্রতিবেদন দিতে রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি আজ দুপুরে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর এই আদেশ দেওয়া হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১