• আজ বৃহস্পতিবার
    • ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    গণতন্ত্রকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: ওবায়দুল কাদের

    গণতন্ত্রকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে: ওবায়দুল কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২৪ | ৪:৫৭ অপরাহ্ণ

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ তারিখে নির্বাচন। দলে দলে ভোটকেন্দ্রে আসবেন। বাংলাদেশ প্রচণ্ড শত্রুতার মুখে। দেশে শত্রু বিদেশেও শত্রু। এ শত্রুদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

    বৃহস্পতিবার (3 জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে। চরম উত্তেজনা, ৭ তারিখে ফাইনাল। বিএনপি পালিয়েছে। খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। ফাইনালে বিএনপি নেই।’

    তিনি বলেন, ‘এবারের নির্বাচনে ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে। বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদী, লুটেরা বিএনপির কোন স্থান নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে হাওয়া ভবন আর চাই না। তারেক রহমানের মত খুনি দুর্নীতিবাজকে আমরা আর দেখতে চাই না।

    সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে। বিএনপির আন্দোলন ভুয়া, হরতাল-অবরোধ ভুয়া। একদফা, বত্রিশ দল- সবই ভুয়া। ভুয়ার সাথে নারায়ণগঞ্জ নেই। নারায়ণগঞ্জ এখন আলোকিত নারায়ণগঞ্জ। শেখ হাসিনা ১৫ বছরে নারায়ণগঞ্জ বদলে দিয়েছেন। শীতলক্ষ্যার পাড়ে আজ জনজীবনে শান্তির সুবাতাস বইছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১