- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ
গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচনের দাবিতে সমাবেশ করছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধান বিক্ষোভটি তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া হাইফা এবং উত্তর উপকূলীয় শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরেও ছোট ছোট সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
তেল আবিবের বিক্ষোভের আয়োজকরা বলছেন, সেখানে ২০ হাজার মানুষ উপস্থিত হয়েছে।
গত ৭ অক্টোবর সুপারনোভা উৎসবে হামাসের হাতে নিহত শিরা আইলনের বোন তেল আবিবে বিক্ষোভে বলেন, তার বোনকে মর্মান্তিক মৃত্যুর জন্য পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল।