• আজ বৃহস্পতিবার
    • ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব কিছুই হচ্ছে ভুয়া: মঈন খান

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব কিছুই হচ্ছে ভুয়া: মঈন খান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২৪ | ১:৩৫ অপরাহ্ণ

    ‘জনগণ গতকাল ভোট বর্জন করে এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, বর্তমান সরকার, বর্তমান নির্বাচন কমিশন এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব কিছুই হচ্ছে ভুয়া।’ নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এ কথা বলেন।

    সোমবার (৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের কোটি কোটি মানুষ গতকাল এই সরকারকে বর্জন করেছে। তারা শুধু ভোট বর্জন করেনি, গতকাল তারা যে কাজটি করেছে তারা বিদ্যমান আওয়ামী লীগের এই একদলীয় বাকশাল সরকারকে বর্জন করেছে।’

    সাংবাদিকদের তিনি বলেন, ‘বিভিন্ন মিডিয়াতে দেখেছেন ভোটের কেন্দ্রের সামনে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে। স্কুল ছাত্র, এমনকি শিশুরাও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এসব আমরা দেখতে পেরেছি। সুতারাং এদেশের মানুষ বিশ্বাস করে বর্তমান একদলীয় বাকশালি সরকারের অধিনে কোন ভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ভোট ডাকাতি আর ভোট জালিয়াতি।’

    তিনি জানান, ডামি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি ও সমমনা দল। নতুন করে বড় কোনো কর্মসূচি ঘোষণার আগে বিএনপি গণসংযোগ অব্যাহত রাখবে এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১