• আজ বুধবার
    • ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইনজুরি নিয়ে তামিম ইকবালের বক্তব্য

    ইনজুরি নিয়ে তামিম ইকবালের বক্তব্য

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২৪ | ৭:১২ অপরাহ্ণ

    আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কয়েকদিন আগেই অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যাথা পেয়েছিলেন তামিম ইকবাল। যদিও তার সেই চোট গুরুতর নয়। ফলে বিপিএলের শুরু থেকেই ফরচুন বরিশালের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

    দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিরতিতে আছেন তামিম। বিশ্বকাপে খেলা হয়নি তার। এর আগে চোট নিয়ে সমালোচনার পড়তে হয়েছিল। এই বিষয়টি প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে হয়ে চলে গিয়েছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পর্যন্ত। এরপর হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন দেশসেরা এই ওপেনার।

    অবশেষে সেই বিরতি শেষ হচ্ছে তামিমের। গুঞ্জন আছে তামিম এখনও পরিপূর্ণ ফিট নন। তাকে প্রশ্ন করা হয়েছিল ইনজুরি নিয়ে খেলা দলের সঙ্গে চিট করা হবে কিনা। এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। ইনজুরি এমন একটি অংশ… আমি এখনো বলবো, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি পারসেন্ট ফিট থাকে। এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

    বিশ্বকাপ থেকেই ইনজুরি বয়ে বেড়াচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। তামিম অবশ্য প্রথম ম্যাচ থেকেই মাহমুদউল্লাহকে পেতে আশাবাদী। এমনকি নিজের অনুশীলন নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

    তামিম বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফিরেছেন। কিছুটা নিগেলস এখনো আছে তার। সে যদি মনে করি প্রথম ম্যাচ থেকে গুড টু গো। তাহলে অবশ্যই খেলবে।’ তিনি আরও যোগ করেন, ‘(আমার) তিন মাসেও খুব বেশি অনুশীলনও করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু করা সম্ভব, সবই করেছি।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০