- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ জানুয়ারি ২০২৪ | ৬:০৮ অপরাহ্ণ
বাবর-আজমতউল্লাহর ব্যাটে ভর করে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারাল রংপুর রাইডার্স। মঙ্গলবার (২৩ জানূযারি) প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। জবাবে খেলতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় রংপুর। এবারের বিপিএলে রংপুরের প্রথম জয় এটি।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৫ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন। এরপর তিনে নেমে যান মাশরাফি বিন মুর্তজা। তিনিও ৬ রান করে রান আউট হন।
এরপর রীতিমতো ধস নামে সিলেটের ইনিংসে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন বেনি হাওয়েল। এ ছাড়া বেন কাটিংও করেছেন ৩৭ রান। রংপুরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও রিপন মন্ডল।
সিলেটকে মাত্র ১২০ রানে থামিয়ে দেওয়ার পর রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে জুটি গড়ে বাবর আজম রংপুরকে এনে দেন এবারের বিপিএলে প্রথম জয়। বাবর অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৬ রান করে, আজমতউল্লাহ করেছেন ৩৫ বলে অপরাজিত ৪৭ রান।