• আজ শুক্রবার
    • ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সাফারি পার্কে যুবক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২১ | ৯:০৯ পূর্বাহ্ণ

    গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতরে যুবক হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এছাড়া নিহত ওই যুবকের পরিচয়ও শনাক্ত করেছে র‍্যাব।

    নিহত ওই যুবকের নাম কবির হাসান (২২)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী নয়াপাড়া গ্রামের জাবিউল ইসলামের ছেলে।

    শুক্রবার রাতে উদ্ধারকৃত ওই যুবকের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প।

    এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

    গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মাসুদুর রহমান (৩৭), একই জেলার জালালপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হালিম (৩৬) ও যশোর জেলার চৌগাছা থানার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. লালটু মিয়া।

    জানা যায়, গত ৩০ মার্চ সকালে ওই সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হলে র‍্যাব-১ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে গত ১ এপ্রিল র‌্যাবের অনসাইট আইডেনটিফিকেশন এন্ড ভেরিফিকেশন সিস্টেমের (ওআইভিএস) সহায়তায় ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়।

    সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, রাজধানীর পল্লীব থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মাসুদুর রহমান, আব্দুল হালিম ও যশোরের চৌগাছা উপজেলার লালটু মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১