• আজ বুধবার
    • ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মির্জা আব্বাসের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি ২৭ ফেব্রুয়ারি

    মির্জা আব্বাসের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি ২৭ ফেব্রুয়ারি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৪ | ৭:০৩ অপরাহ্ণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এই দিন নির্ধারণ করেন।

    আজ এ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারণ ছিল। কিন্তু তার আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।

    এর আগে গত ২২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ মামলার রায়ের দিন নির্ধারণ করেন। সেদিন আদালতে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন। কিন্তু এরপরে কয়েক দফা রায় প্রস্তুত না হওয়ায় বিচারক গতকাল মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করেন। কিন্তু মামলায় ঘটনাগত এবং তথ্যগত বিষয়সহ জটিল আইনগত বিষয় জড়িত থাকায় মামলাটি ফের যুক্তিতর্ক শুনানির জন্য আজ নির্ধারণ করা হয়। এর ফলে এ মামলার রায় আটকে ফের যুক্তিতর্কে পাঠানো হয়েছে।

    মামলার এজাহার থেকে জানা গেছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সাত কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট মামলা হয়। দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    তদন্তে তার বিরুদ্ধে চার কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালীন আদালত বিভিন্ন সময়ে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১