• আজ বুধবার
    • ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা সফর ১৪৪৭ হিজরি

    প্রত্যেককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে: জিএম কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২১ | ১০:১১ পূর্বাহ্ণ

    জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে বিনামূল্যে করোনা ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন দিতে হবে। দেশের হতদরিদ্র মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া হয়তো সম্ভব হবে না।

    বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বনানী কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম নেতাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, দেশের মানুষ ভ্যাকসিনের ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা চায়, দেশের মানুষ করোনা প্রতিরোধে ভ্যাকসিনের ব্যাপারে আস্থাশীল হতে চায়। সরকারকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

    এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শীতের শুরুতেই ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। কিন্তু দৃশ্যমান প্রস্তুতি নেই করোনা মোকাবিলায়।

    তিনি বলেন, মন্ত্রীরা বলেন সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু ঢাকা শহরে টাকা খরচ করেও বেসরকারি হাসপাতালে লাইফ সার্পোট মিলছে না। করোনারোগীদের কারো শ্বাসকষ্ট হলে হাহাকার শুরু হয়ে যায়।

    তিনি বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসাসেবা ফ্রি করে দিতে হবে। ঢাকার বাইরে সরকারি হাসপাতালে করোনা চিকিৎসাসেবা নেই বললেই চলে। শ্বাসকষ্ট হলে অক্সিজেন সহায়তা মিলছে না।

    হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয় কিন্তু মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় দৃশ্যমান উদ্যোগ নেই বলেও তিনি জানান।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন আহমেদ শিপু।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১