- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:০৪ অপরাহ্ণ
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জয়ের জন্য ফরচুন বরিশালকে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে হবে।
ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই ব্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ১০ রান যোগ করে বিদায় নেন তিনি। তবে জস ব্রাউন লড়তে থাকেন। তিনিও ৩৮ রানের বেশি করতে পারেননি।
এরপর এক প্রান্তে আগলে রাখেন টম ব্রুস। অপরপ্রান্তে উইকেট হারাতে থাকেন শাহাদাত হোসাইন দিপু, নজিবউল্লাহ জাদরান ও সৈকত আলী। শেষ পর্যন্ত টম ব্রুসের ৫০ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।
বরিশালের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ ইমরান। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।