- আজ বুধবার
- ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:১৯ অপরাহ্ণ
বিপিএলে দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ৬ ম্যাচের মধ্যে টানা ৫টিতেই হেরেছে। আবার সেই জয় পাওয়া ম্যাচটি দিয়েই এবারের বিপিএল শুরু করেছিলো ঢাকা। কিন্তু টানা ৫ পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে দলটি।
এ জন্যেই হয়তো সপ্তম ম্যাচে এসে মোসাদ্দেকের পরিবর্তে দুর্দান্ত ঢাকার নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সহকারী অধিনায়ক তাসকিন আহমেদের ঘাড়ে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে টস করতে নামলেন তাসকিন।
কয়েন নিক্ষেপে জয় হলো সিলেট অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। টস জিতে তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদকে।
ঢাকার মত সিলেট স্ট্রাইকার্সের অবস্থাও একই। ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এছাড়া মোট ৬টি ম্যাচে পরাজিত মোহাম্মদ মিঠুনের দল। বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বিপক্ষে তাদের দ্বিতীয় জয় পাওয়ার মিশন।