• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    পাকিস্তানের নির্বাচনে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

    পাকিস্তানের নির্বাচনে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:৪৪ পূর্বাহ্ণ

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের দলকে কোনোভাবেই আটকাতে দেশটির বর্তমান সরকার ও সেনাবাহিনী। তাঁর পায়ে গুলি করতে পারেন, তাঁকে কারাগারে বন্দি করে রাখতে পারেন, তাঁর দলকে নিষিদ্ধি করতে পারেন, গণমাধ্যমে তাঁর খবর প্রকাশ বন্ধ করতে পারেন, কিন্তু তাঁকে পরাজিত করতে পারবেন না। তিনি যেন হেমিংওয়ের উপন্যাস থেকে উঠে আসা সেই আমর লাইন—‘ম্যান ক্যান বি ডেসট্রয়েড বাট কান্ট বি ডিফিটেড।’ তিনি ইমরান খান।

    পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী সব হিসাব–নিকাশ এলোমেলো করে দিয়েছেন। দেশটিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে দেখা গেছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জিতে যাচ্ছেন। সর্বশেষ ফলাফল বলছে, অর্ধেকের বেশি আসনে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন।

    এই নির্বাচন থেকে ইমরানকে দূরে সরিয়ে রাখতে এবং তাঁর দলের নেতাকর্মীদের দূরে রাখতে সব ধরনের কৌশলেরই আশ্রয় নিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে, তাদের সব কৌশলই আদতে ব্যর্থ হয়েছে।

    একবার সেসব কৌশলের চৌম্বকাংশে নজর দেওয়া যেতে পারে। যেমন—পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট নিষিদ্ধ করা, দেশব্যাপী মোবাইল ফোনের নেটওয়ার্ক প্রায় অকার্যকর করে দেওয়া, যাতে স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, এক্সিট পোল নিষিদ্ধ করা, পিটিআইয়ের এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া। ইত্যাদি। ইমরান খানের শাসনামলের প্রতিমন্ত্রী জুলফি বুখারি মার্কিন সাময়িকী টাইমকে বলেন, ‘ভোটে তারা সীমাহীন কারচুরি করেছে, তবু জিততে পারছে না।’

    আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরও প্রথমিক ফল ঘোষণা দীর্ঘ সময় ঝুলিয়ে রেখেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। প্রায় দশ ঘণ্টা পর আজ শুক্রবার ফল প্রকাশ করতে শুরু করলে দেখা যায়, ভোটে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই। নওয়াজ শরিফের পিএমএল–এন আছে দ্বিতীয় অবস্থানে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, এখন পর্যন্ত ১৩৯টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি আসনে জিতেছে স্বতন্ত্ররা। এই স্বতন্ত্র নেতাদের বেশির ভাগই ইমরান খানের দলের। বাকিরা ইমরান খানের সঙ্গে আছেন বলে নির্বাচনের আগে জানান। সেই হিসেবে ইমরানের পক্ষে আসন এসেছে ৫৫টি।

    অথচ পাকিস্তান সেনাবাহিনীর পছন্দের প্রার্থী ছিলেন নওয়াজ শরিফ। তাঁকেই যেকোনো মূল্যে ক্ষমতায় বসাতে চাইছিল সেনাবাহিনী। একই সঙ্গে এই ইতিহাসটিও মনে রাখা প্রয়োজন, এই নওয়াজ শরিফকেই এর আগে তিনবার ক্ষমতাচ্যুত করার পেছনে কলকাঠি নেড়েছিল পাকিস্তান সেনাবাহিনী।

    শেষবার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতির সাজা মাথায় নিয়ে কারারুদ্ধ হয়েছিলেন নওয়াজ। এরপর ২০১৯ সালে চিকিৎসার অনুমতি নিয়ে লন্ডনে পাড়ি দেন তিনি। আর ফেরেননি নওয়াজ। অবশেষে ২০২২ সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে নওয়াজ আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং নির্বাচনের আগে পাকিস্তানে প্রত্যাবর্তন করেন। ৭৪ বছর বয়সী এই নেতাই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এমন আলোচনা বেশ জোরালো ছিল।

    এখন তিনি পাকিস্তান সেনাবাহিনীর এতটাই পছন্দের ব্যক্তিতে পরিণত হয়েছেন যে, তাঁর বিরুদ্ধে অতীতের সব দুর্নীতির অভিযোগ তুলে নেওয়া হয়েছে। পিটিআই ঠেকাতে নওয়াজই এখন মূল ভরসা।

    অক্সফোর্ড ইউনিভার্সিটির সরকার ও পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক মায়া টিউডর বলেন, ‘সেনাবাহিনীর নিরঙ্কুশ সমর্থন ছাড়া পাকিস্তানে কেউ শাসক হতে পারে না। এবার আলাদাভাবে যা চোখে পড়ল, সেটি হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনী প্রকাশ্যে পিটিআইকে সর্বাত্মক বাধা দেওয়ার পরও প্রান্তিক পর্যায়ের জনগণ সর্বাত্মকভাবে পিটিআইয়ের পক্ষে ছিল।’

    তবে এখনই ইমরানের দলের কর্মীদের আহ্লাদিত হওয়ার কিছু নেই। কারণ পিটিআই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সরকার গঠন করতে অনেক বেগ পেতে হবে।

    প্রথমত, ইমরানের দলের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, পিটিআইয়ের প্রার্থী হিসেবে নন। দ্বিতীয়ত, সংরক্ষিত নারী ও সংখ্যালঘু আসনের জন্য বরাদ্দকৃত ৭০টি আসনেও পিটিআইকর্মীরা আসন পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না। তৃতীয়ত, ৭১ বছর বয়সী ইমরান খান এখনো জেলে রয়েছেন। তিনি নির্বাচনে অংশই নিতে পারেননি। অন্যদিকে পিএমএল-এন এবং পিপিপির মধ্যে জোট হওয়ার সম্ভাবনা প্রবল। জোট হয়ে গেলে তারাই সংখ্যাগরিষ্ঠ হবে এবং সরকার গঠন করবে।

    তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, এই নির্বাচনে ইমরানের দল পিটিআই সরকার গঠন করতে না পারলেও, নির্বাচনটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য বিরাট শিক্ষা হয়ে থাকবে। এর আগে ২০১৮ সালে এই সেনাবাহিনীই ইমরানকে ক্ষমতায় বসিয়েছিল। আবার ২০২২ সালে ক্ষমতা থেকে ছুড়ে ফেলেও দিয়েছিল।

    সেই ইমরান ঝাড়ে–বংশে এতটা বড় হয়ে উঠবেন, তাঁকে মোকাবিলা করা এতটা কঠিন হয়ে উঠবে, তা মনে হয় ঘুণাক্ষরেও কল্পনা করেনি সেনাবাহিনী।

    প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান একটি হত্যাচেষ্টা মোকাবিলা করেছেন এবং ১৮০টিরও বেশি মামলা মোকাবিলা করেছেন। সম্প্রতি দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস এবং ‘অনৈসলামিক’ বিয়ে করার জন্য তাঁকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এত কিছু করেও ইমরানের জনপ্রিয়তা কমানো যায়নি। বিশেষ করে তরুণ প্রজন্ম, যাদের বয়স ১৮ থেকে ৩৫, তাঁদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ইমরান। আর এই তরুণ ভোটাররাই পাকিস্তানের মোট ভোটারের ৪৫ শতাংশ।

    উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান টাইমকে বলেন, ‘এটা দিনের আলোর মতো পরিষ্কার যে, সেনাবাহিনী নার্ভাস হয়ে পড়েছে। পিটিআইয়ের অপ্রত্যাশিত বিপুল জনপ্রিয়তা সেনাবাহিনীর জন্য এক বিরাট ধাক্কা।’

    পাকিস্তানের পুরো জাতি এখন চূড়ান্ত ফল জানার অপেক্ষায় রয়েছে। তবে যে দলই ক্ষমতায় বসুক না কেন, তাকে পাকিস্তানের ভয়াবহ মুদ্রাস্ফীতি, আফগানিস্তান, ইরান ও ভারত সীমান্তের উত্তেজনা, জঙ্গি সমস্যা, আফগানিস্তান থেকে আসা শরণার্থী সমস্যা মোকাবিল করতে হবে।

    কুগেলম্যান বলেন, ‘সেনাবাহিনী চায়, ইমরানকে কারাগারে রেখেই পাকিস্তানের পরবর্তী সরকার এসব সংকট কাটিয়ে উঠুক। কিন্তু ততদিনে পিটিআইয়ের সমর্থকেরা আরও ক্ষুব্ধ হয়ে উঠতে পারে।’

    দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। যদিও ফল যা–ই হোক, ব্যর্থতার ঘানি সেনাবাহিনীর ঘাড়ে চাপবেই—এটা নিশ্চিত। কারণ, ইমরানকে মোকাবিলা করতে তাদের নেওয়া যাবতীয় পদক্ষেপ বারবার করে রাজনৈতিক ক্ষমতা নির্ধারণে তাদের কদর্য অতীতকে সামনে এনেছে। এ ক্ষেত্রে ইমরান–নওয়াজের মতো রাজনৈতিক নেতৃত্বের পুতুল–রূপ যেমন প্রকাশ্য হয়েছে, তারচেয়ে বেশি প্রকাশ্য হয়েছে সেনাবাহিনীর দ্বিচারিতা, শঠতা ও ক্ষমতালিপ্সু চরিত্র। ভোটের দিন শত প্রতিকূলতা পেরিয়েও ভোটাররা ভোট দিতে গিয়ে কিন্তু এই বার্তাটিই পরিষ্কার করে দিয়েছেন। নির্বাচনের ফল যা–ই হোক, তাই সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকার কোনো জো নেই।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০