- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:২০ অপরাহ্ণ
পাকিস্তানে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে একটি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল বুধবার (১৪ ফেব্রুয়ারি) অভিযোগ করেছে, ‘রাতের অন্ধকারে ম্যান্ডেট চুরি করা হয়েছে’।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ৭২ বছর বয়সী শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে। দলীয় সুপ্রিমো ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবর্তে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শাহবাজকে মনোনয়ন দেওয়া হয়।
ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কেন্দ্রীয় তথ্য সচিব রউফ হাসান বলেছেন, ‘রাতের অন্ধকারে ইমরানের জনাদেশ (ম্যান্ডেট) চুরি করা হয়েছে। এক্স-এ একটি পোস্টে হাসান বলেন, ‘পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হচ্ছে।
পিএমএল-এনের নেতৃত্বাধীন একটি সম্ভাব্য জোট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের জন্য একদল অপরাধীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। পাকিস্তান কতটা গুরুতর চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এটি তার একটি অদূরদর্শী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও চার প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট হয়। এতে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জাতীয় পরিষদে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪ আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্য দলগুলো।