- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:৪১ অপরাহ্ণ
ফিলিপাইনে ‘অ্যাশ ওয়েনসডে’র প্রার্থনা চলাকালে গির্জার একটি বারান্দা ধসরে ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ম্যানিলার কাছে সান জোসে দেল মন্টে নগরীতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি ও ম্যানিলা টাইমসের প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় ব্যস্ততম দিনগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাশ ওয়েনসডে। সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল গির্জায় অ্যাশ ওয়েনসডের প্রার্থনা চলাকালে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন।
নগরীর ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্যুরো অব ফায়ার প্রোটেকশন প্রধান গিনা আয়সন বলেছেন, দুর্ঘটনায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নারী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি বলছিলেন, গির্জার বারান্দার মেঝে কাঠের তৈরি। তা পুণ্যার্থীদের ওজন ধরে রাখতে পারেনি। ওই মেঝে ৩০ বছরের পুরনো। নগর ভবনের কর্মকর্তারা দেখতে পেয়েছেন ধসে পড়া কাঠামোর একটি অংশ উইপোকায় ভরা।
গিনা আয়সন আরও বলেন, বাইরে থেকে দেখতে ভালো লাগছিল। কিন্তু আমরা জানতাম না এটি ভেতর থেকে খাওয়া। দুর্ঘটনার পর কমপক্ষে ৩৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের বেশিরভাগই বয়স্ক। তবে তাদের আঘাত গুরুতর নয়।