- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ
ভারতের জনপ্রিয় র্যাপার আর্টিস্ট বাদশাহ ঢাকার মঞ্চ মাতাতে আসছেন। মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো তাদের ফেসবুক পেজে এ বিষয়টি জানিয়েছে লিখেছে, আসছে ১ মার্চ ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে বাদশাহ ঢাকায় গাইতে আসছেন।
একটি সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও গান গাইবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, ব্ল্যাক জ্যাং, সঞ্জয় ও জেফার।
ভারতের শ্রোতাপ্রিয় র্যাপার আদিত্য প্রতীক সিং, ‘বাদশাহ’ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। এর আগেও তিনি ঢাকার মঞ্চে গান শুনিয়েছেন।
বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তার স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন।
২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় তার গান ব্যবহার করা হয়। এছাড়া ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন এ র্যাপার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |