- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রধান ইমরান খান সদ্যসমাপ্ত নির্বাচনে কারচুপি হওয়ায় দেশের আর্থিক সহায়তা বাতিলের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি লিখছেন।
বৃহস্পতিবার দলটির নেতা আলী জাফর জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা আইএমএফকে চিঠি দেবেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই নেতা আলী জাফর। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, (বৃহস্পতিবার) আইএমএফকে চিঠি দেবেন ইমরান খান। আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অন্যান্য সংস্থার সনদে বলা আছে, কেবল সুশাসন থাকলেই তারা যেকোনও দেশে কাজ করতে বা ঋণ দিতে পারে।
জাফর বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সনদের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা’ হল একটি দেশকে গণতান্ত্রিক হতে হবে। যদি গণতন্ত্র না থাকে, তাহলে এসব সংস্থা সেসব দেশে কাজ করতে পারে না, তাদের করা উচিতও না।