• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    লকডাউন চলাকালে টেলিযোগাযোগ সেবাদাতাদের পরিচয়পত্র বহনে নির্দেশ

    | ০৪ এপ্রিল ২০২১ | ৮:৩১ অপরাহ্ণ

    লকডাউনে সকল টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র বহনে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

    টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে রোববার (৪ এপ্রিল) টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান/সংস্থাকে এ নির্দেশনা দিয়েছে।

    বিটিআরসি নির্দেশনায় বলেছে, করোনা সংক্রান্ত লকডাউন চলাকালীন জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং সেবা সচল রাখার স্বার্থে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও এসব প্রতিষ্ঠানের গাড়ি প্রতিদিন ও নিয়মিত ভিত্তিতে চলাচল ও কর্মসম্পাদনের জরুরি প্রয়োজনীয়তা রয়েছে। তাই সকল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও এসব প্রতিষ্ঠানের গাড়ি প্রয়োজন মতো চলাচলে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

    বিটিআরসি সব টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের নিজ নিজ স্থাপনা/অফিসে লাইসেন্স/পরমিট/রেজিস্ট্রেশনের কপি সংরক্ষণ/প্রদর্শন ও কর্মরত ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বহনে নির্দেশনা প্রদান করেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০