• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আন্ডারপাসের সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ২২

    আন্ডারপাসের সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ২২

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২৪ | ১:১৫ অপরাহ্ণ

    রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ২২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    শনিবার (২ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

    গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাওয়ার সময় তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

    তিনি জানান, খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত ২২ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

    বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন। এর আগেও তিনশ ফিটে আন্ডারপাসে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০