• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দেশ ও দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে : বাইডেন

    দেশ ও দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে : বাইডেন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মার্চ ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ

    দেশে, দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বাইডেন এই মন্তব্য করেন।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন এই ভাষণ দেন। বাইডেন তৃতীয়বারের মতো এই ভাষণ দিলেন।

    বাইডেন তার ভাষণে বলেন, দেশে, দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে।

    যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনা করেন বাইডেন।

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন।

    ট্রাম্পের এই অবস্থানকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন বাইডেন।

    বাইডেন ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে।

    বাইডেন বলেন, ‘আমরা সরে যাব না।’

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অগ্রসর হচ্ছেন। আরও সহায়তা পাওয়ার মাধ্যমে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে।

    বাইডেন তার ভাষণে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) দাঙ্গার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মার্কিন আইনপ্রণেতাদের এক হতে বলেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে বলেন।

    যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ ট্রাম্প। বাইডেন তার ভাষণে নানাভাবে ট্রাম্পকে আক্রমণ করেন। তার সমালোচনা করেন।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০