- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২৪ | ৪:৫০ অপরাহ্ণ
বুধবার (২০ মার্চ) জাপানের উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার ডুবে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
বার্তা সংস্থা এএফপিকে এক মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক নয় এবং অপর দুইজন নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ড জানিয়েছে, রাসায়নিক ট্যাংকারটিতে ১১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুজন দক্ষিণ কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার এবং একজন চীনা নাগরিক ছিলেন।
ট্যাঙ্কারটিতে ৯৮০ টন অ্যাক্রিলিক অ্যাসিড ছিল, তবে সেই যৌগটি সমুদ্রে ছড়িয়ে পড়েছে কিনা সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে।
জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে’র ফুটেজে জাহাজটির উল্টে যাওয়া লাল হাল ও একটি লাইফ র ্যাফট দেখা গেছে। প্রচণ্ড ঢেউয়ের ভেতর দিয়ে কোস্টগার্ডের একটি জাহাজ দুমড়ে-মুচড়ে যাচ্ছে এবং একটি হেলিকপ্টার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে।