• আজ শনিবার
    • ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গুজরাটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মুস্তাফিজ

    গুজরাটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মুস্তাফিজ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মার্চ ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ

    আইপিএলের ১৭তম আসরে দাপটের সাথে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্সকে আতিথ্য দিচ্ছে চেন্নাই। উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্সের জেরে দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজকে নিয়েই মাঠে নেমেছে ধোনিরা।

    মঙ্গলবার (২৬ মার্চ) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। চেন্নাইয়ের একাদশে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।

    চেন্নাইয়ের জন্য সুখবর, গত আসরে দুর্দান্ত পারফর্ম করা মাথিশা পাথিরানা চোট কাটিয়ে দলে ফিরেছেন। পুরোপুরি ফিট থাকায় এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে ২৯ রান চার উইকেট নিয়ে একাদশে জায়গা পোক্ত করেছেন মুস্তাফিজ। এই ম্যাচেও তার কাছ থেকেই একই প্রত্যাশা ভক্তদের।

    গতবারের এই দুই ফাইনালিস্টের লড়াই দেখতে মুখিয়ে ক্রীড়াপ্রেমীরা। শুভমান গিলের দল পারবে কি ফাইনাল হারের বদলা নিতে, তা তো সময়ই বলে দেবে। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে গুজরাট। পাঁচবারের দেখায় তিনবারই জিতেছে গিলের দল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১