- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মার্চ ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ
বরিশাল শহরের চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে নামাজ চলাকালীন বৈদ্যুতিক লাইন থেকে এয়ারকন্ডিশনারে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে ইমামের কক্ষে।
এসময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও বই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, বৈদ্যুতিক লাইনের কারণে এসিতে আগুন লাগতে পারে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।