- আজ বুধবার
- ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ এপ্রিল ২০২৪ | ৩:৫৩ অপরাহ্ণ
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ৭৪ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আবদুল আউয়াল মিন্টুর পরিবার তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তার বড় ছেলে বিএনপির নেতা তাবিথ আউয়াল বলেন, ‘চিকিৎসকরা আশঙ্কা করছেন উনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন কি না। উনার রক্তের তিনটি পরীক্ষা হয়েছে। দুটিতে নেগেটিভ এসেছে। তৃতীয়টির রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হতে পারব আসলে কী হয়েছে। তবে এখন উনার শারীরিক অবস্থা স্থিতিশীল।’