- আজ মঙ্গলবার
- ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মে ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ
হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির পর সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সেখানে উপস্থিত থাকা হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিতে থাকেন।
হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ গণমাধ্যমকে মামুনুল হকের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামুনুল হকের মুক্তির খবরে সেখানে গতকাল রাত থেকেই হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে এখন মোহাম্মদপুরে নিজ বাসস্থানে যাবেন।’
মাওলানা মামুনুল হক ২০২১ সালের ২১ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন।