- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২৪ | ৪:৩৭ অপরাহ্ণ
প্রায়ই বিভিন্ন আশ্চর্যের ঘটনা ঘটতে দেখা যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। এবার এমনি এক ঘটনা ঘটলো ভারতের গুজরাটে। ২০০ নম্বরের পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ কত পেতে পারে? এর উত্তর হচ্ছে, সে সর্বোচ্চ ২০০ পেতে পারে। এর বেশি পাওয়া কখনোই সম্ভব নয়।
কিন্তু গুজরাটে চতুর্থ শ্রেণির (ফোর্থ গ্রেড) এক শিক্ষার্থী এক বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ২১২! ২০০ নম্বরের আরেকটি বিষয়ের পরীক্ষায় সে পেয়েছে ২১১!
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গুজরাটের দাহুদ জেলার একটি স্কুলের এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ভুল বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন।
সম্প্রতি চতুর্থ শ্রেণির পরীক্ষার রেজাল্ট শিট হাতে পায় ভানশিবেন মণীশভাই। সে রেজাল্ট শিট দেখে তাজ্জব বনে যায়। তাতে ২০০ নম্বরের গুজরাটি বিষয়ে সে পেয়েছে ২১১! আর গণিতে স্মরণকালের সেরা রেজাল্ট করেছে সে, ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১২!
এই ফল পেয়ে দ্রুত বাবা–মাকে জানায় ভানশিবেন মণীশভাই। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা। ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত গড়ালে শুরু হয় সমালোচনা।
পরে জানা যায় রেজাল্ট শিট বানানোর সময় ভুল হয়েছে। পরে তার রেজাল্ট ঠিক করে দেওয়া হয়। আসলে গুজরাটি বিষয়ে সে পেয়েছিল ১৯১ এবং গণিতে পেয়েছিল ১৯০। বাকি বিষয়ের রেজাল্ট ঠিকই ছিল। এ ঘটনার সঠিক কারণ বের করতে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা বিভাগ।