• আজ বৃহস্পতিবার
    • ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে জিলকদ ১৪৪৬ হিজরি

    টিজারেই বাজিমাত করলো শাকিবের ‘তুফান’

    টিজারেই বাজিমাত করলো শাকিবের ‘তুফান’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২৪ | ৭:৫৯ অপরাহ্ণ

    আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। সিনেমার টিজার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (৭ মে) বিকেল ৫টার দিকে। শাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুফান’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে।

    সিনেমার এ টিজারের সময়সীমা ১ মিনিট ২১ সেকেন্ড। এটি দেখে ভক্তরা বলেছেন টিজারেই যেন ঝড় তুলেছেন ঢালিউড কিং খান।

    শাকিবকে এ টিজারের শুরুতেই অস্ত্র হাতে দেখা যায়। ভিডিওজুড়েই নায়কের দাপট নজরকাড়ার মতো। কেউ কেউ বলছেন শাকিবকে এমন বিধ্বংসী রূপে পূর্বে আর দেখা যায়নি।

    টিজারে শাকিবকে অস্ত্র হাতে সব কিছু তছনছ করতে দেখা যায়। তার দুর্ধর্ষ লুকে উচ্ছ্বসিত ভক্তরা। টিজারের শেষে চঞ্চল চৌধুরীরও দেখা মেলে। টিজারে চঞ্চলকে অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। এ সংলাপের শেষেই আরও একবার বিধ্বংসী রূপে শাকিব উপস্থিত হন।

    এ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি তৈরি হচ্ছে। এতে মূল চরিত্রে রূপদান করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেক তারকার দেখা মিলবে এ সিনেমায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১