• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ‘পুনর্জন্ম’র প্রযোজক রূহানের ঝুলন্ত লাশ উদ্ধার

    ‘পুনর্জন্ম’র প্রযোজক রূহানের ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মে ২০২৪ | ৫:০৯ অপরাহ্ণ

    ‘পুনর্জন্ম’ওয়েব সিরিজ দিয়ে খ্যাতি পাওয়া তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান আর নেই। বুধবার (৮ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন তরুণ নির্মাতা শ্যামল শিশির।

    জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে রূহানের নিজ রুম থেকেই তার লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানে ঝুলছিল তার লাশ। হতাশায় ভুগছিলেন রূহান। যা ফুটে উঠেছিল তার ফেসবুক পোস্টে। গত ৪ মে ফেসবুকে সবশেষ পোস্টে লিখেছিলেন, আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই! তাহলে কেন সেদিন বলেছিলে? আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না। আমি দোষ দিচ্ছি না। জাস্ট বললাম আর কি!

    জানা যায় ব্যক্তিজীবনে বিবাহিত ছিলেন রূহান। ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন রুহান। তবে টেকেনি সেই বিয়ে। সম্প্রতি হয় বিচ্ছেদ। বিষয়গুলো নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এ প্রযোজক। ভর করেছিল হতাশা।

    স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ সিনেমার প্রযোজনা করেছেন রূহান। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজকও তিনি। নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান। তার মৃত্যুতে বাকরুদ্ধ সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তারা।

    উল্লেখ্য, মাসুদুল মাহমুদ রূহানের বাড়ি রংপুরে। পড়াশোনা করেছেন সেখানকার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন তিনি। বানিয়েছেন ‘উস্কানি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১