- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ মে ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দোনেৎস্ক ও লুহানস্কে ২৪ ঘণ্টায় রুশ সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনের ১৪শ’র মতো সেনা নিহত হয়েছে।
ওই বিবৃতিতে রুশ মন্ত্রণালয়টি দাবি করেছে, দক্ষিণাঞ্চলে রাশিয়ার সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী ৫৪০ সেনা, জার্মানির তৈরি লেপার্ডসহ দুইটি ট্যাঙ্ক, দুইটি সামরিক যান ও ১১টি যানবাহন হারিয়েছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, দোনেৎস্কের লড়াইয়ে ৩৯৫ সেনা হারিয়েছে ইউক্রেন। এছাড়াও পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার সাথে সংঘর্ষে ১৩৫ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে।
মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, একই সময়ে আরো ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী। খোয়া গেছে তাদের ১৭টি গাড়ি। লুহানস্কেও ১৩টি ইউক্রেনীয় হামলা রুখে দেয়ার দাবি করে রুশ বাহিনী। এতে ৮০ জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে।
যদিও ইউক্রেন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।