- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ মে ২০২৪ | ৮:৩৪ অপরাহ্ণ
হ্যান্ডলোভা শহরে সমর্থকদের সঙ্গে বৈঠক করার সময় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্লোভাকিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার(১৫ মে) বিকালে হ্যান্ডলোভা শহরে সমর্থকদের সঙ্গে বৈঠক করার সময় গোলাগুলির ঘটনায় আহত হন ফিকো।
ডেনিক এন নিউজ আউটলেট এবং স্লোভাকিয়ার টিভি স্টেশন টিএথ্রি জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
স্লোভাক তাসর নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা পার্লামেন্টের অধিবেশনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ স্থগিত করেছেন।
সূত্র : আল জাজিরা