• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ইরানের প্রেসিডেন্টের জানাজায় হামাস নেতা ইসমাইল হানিয়া

    ইরানের প্রেসিডেন্টের জানাজায় হামাস নেতা ইসমাইল হানিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ মে ২০২৪ | ৯:১৬ অপরাহ্ণ

    হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাজা নামাজের যে ভিডিও ফুটেজ প্রচার করেছে তাতে ইসমাইল হানিয়াকে দেখা গেছে।

    ফিলিস্তিনি সশস্ত্র গঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারে থাকেন। সেখানে তাদের রাজনৈতিক দপ্তর রয়েছে।

    হামাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের তৈরি ‘প্রতিরোধ অক্ষয়’-এর অংশ। এই বলয়ে আরও আছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি আন্দোলন।

    খবরে বলা হয়েছে, রাইসির নামাজে জানাজায় হিজবুল্লাহ উপ মহাসচিব নাইম কাসেমও উপস্থিত হয়েছেন।

    রাইসির মৃত্যুর খবর প্রচারের পর হামাস এক বিবৃতিতে শোক জানায়। ওই বিবৃতিতে রাইসিকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ‘সম্মানিত সমর্থক’ হিসেবে উল্লেখ করা হয়।

    এদিকে বুধবার (২২ মে) তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজার সভাপতিত্ব করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

    সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

    গত রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের একটি বহর নিয়ে তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা।

    পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

    প্রায় ১৬ ঘণ্টা পর গত সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য ব্যক্তিরাও নিহত হয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০