• আজ শনিবার
    • ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ‘একতরফা স্বীকৃতি’ দেওয়ার বিরোধিতা বাইডেনের

    ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ‘একতরফা স্বীকৃতি’ দেওয়ার বিরোধিতা বাইডেনের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ মে ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

    ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ‘একতরফা স্বীকৃতি’দেওয়ার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এ কথা বলেছে।

    হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের শক্তিশালী সমর্থক’। তবে বাইডেন মনে করেন, দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব, একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়।

    হোয়াইট হাউসের মুখপাত্র তার মন্তব্যে তিনটি ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা সরাসরি উল্লেখ করেননি। ইউরোপের এই তিনটি দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।

    এদিকে, বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময়সীমা নিয়ে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন।

    যদিও ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির উদ্দেশ্যে আনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক একটি প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমেই কেবল স্বীকৃতির বিষয়টি আসতে পারে।

    সূত্র: ফোর্বস

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১