• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২৪ | ১২:২০ অপরাহ্ণ

    ভিয়েতনামে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন মারা গেছে। শুক্রবার (২৪ মে) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে রাজধানীয় হ্যানয়ের একটি ছোট অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। এতে ১৪ জন মারা গেছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

    দেশটির কর্মকর্তারা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

    প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল। তাদের হ্যানয়ে একটি হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার এক ঘণ্টার মধ্যে এটি নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে সাতজন মালিকপক্ষের পরিবারের সদস্য। এছাড়া ১৭ জন ছিলেন ভাড়াটিয়া।

    ভবনটির অবস্থান ছিল সেন্ট্রাল হ্যানয়ের একটি সরু গলিতে। এছাড়া সেখানে বেশকিছু কক্ষ ভাড়ার জন্য খালি ছিল।

    সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনের সামনে থাকা একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এটি ইলেকট্রিক বাইক বিক্রি ও মেরামতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

    এর আগে গত বছরের সেপ্টেম্বরে আলজাজিরা জানায়, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৯ তলার একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হন।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে ১৫০ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে আগুনে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ভবন থেকে লাফিয়ে পড়ে আঘাত পাওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের পাশের ভবনের এক বাসিন্দা বলেন, অনেক মানুষ সাহায্যের জন্য চিৎকার করেছেন। আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতটাই আবদ্ধ ছিল যে সেখান থেকে বেরোনোর কোনো পথই ছিল না।

    গত কয়েক বছরে ভিয়েতনামে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর হো চি মিন শহরের একটি বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। ওই অগ্নিকাণ্ডে আরও ১৭ জনের মতো মানুষ আহত হয়েছিলেন।

    এ ছাড়া ২০১৮ সালে হো চিন মিন শহরে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১৩ জন এবং ২০১৬ সালে হ্যানয়ের একটি বারে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০